অনলাইন ভর্তি

আমাদের অনলাইন ভর্তি পোর্টালে স্বাগতম। দয়া করে নির্দেশনাগুলো পড়ে আপনার পছন্দের শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করুন।

ভর্তির নির্দেশনা

১) যোগ্যতা: যে শ্রেণিতে ভর্তি করতে চান, তার বয়স ও শিক্ষাগত শর্ত পূরণ হচ্ছে কিনা নিশ্চিত করুন।

২) নথিপত্র: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন (জন্মসনদ, পূর্বের ফলাফল ইত্যাদি)।

৩) আবেদন: অনলাইন ফর্মটি মনোযোগ দিয়ে পূরণ করুন। তারকা (*) চিহ্নিত ঘরগুলো বাধ্যতামূলক।

৪) পর্যালোচনা: আপনার আবেদনটি ভর্তি কমিটি পর্যালোচনা করবে। ফলাফল সম্পর্কে আপনাকে জানানো হবে।

৫) স্ট্যাটাস দেখুন: আবেদন নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে যেকোনো সময় স্ট্যাটাস দেখতে পারবেন।

উপলব্ধ সেশন ও শ্রেণি

এই মুহূর্তে কোনো সক্রিয় ভর্তি সেশন নেই।

সহায়তা লাগলে অফিস সময়ে ভর্তি অফিসে যোগাযোগ করুন।